দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, কার্যকর প্রশাসনের অভাব অনেক সময় একটি দেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখে।
১ নভেম্বর ২০২৫ (শনিবার) এক আলোচনায় দোভাল বলেন, “দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। বর্তমান প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা, কারণ তারা এখন অনেক বেশি সচেতন ও প্রত্যাশাপূর্ণ।
দোভাল বলেন, “একটি জাতির আসল শক্তি তার শাসন কাঠামোতে। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন ও পরিচালনা করেন।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে অজিত দোভাল বলেন, দেশটি এখন নতুন শাসন মডেল, সামাজিক কাঠামো ও বৈশ্বিক অবস্থানে এক নতুন কক্ষপথে প্রবেশ করছে। দুর্নীতি দমনে সরকার যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নকে বিশেষভাবে গুরুত্ব দেন। পাশাপাশি তিনি প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানান। তার মতে, প্রযুক্তি যেমন জনসেবার দক্ষতা বাড়ায়, তেমনি সাইবার হুমকির ক্ষেত্রেও সচেতন থাকতে হয়।
সাননিউজ/এও