টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলি এবার আইপিএল থেকেও সরে দাঁড়াতে পারেন এমন ইঙ্গিত মিলছে ভারতীয় গণমাধ্যমে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে শুরু থেকে যুক্ত থাকা কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ড চুক্তি নবায়নে অস্বীকৃতি জানিয়েছেন, যেটি আরসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল।
এছাড়া নেতৃত্ব থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি। এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিতে পারেন এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি।
সাননিউজ/এও