দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের সিলেট পর্ব চলার কারণে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেননি ক্রিকেটার, কর্মকর্তা, কোচ ও সাংবাদিকরা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের জন্য আলাদা দোয়া আয়োজন করা হয়েছে।
স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ঢাকায় অনুষ্ঠিত জানাজার লাইভ সম্প্রচার দেখানো হয়। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডকর্তা, কোচিং স্টাফ ও সাংবাদিকরাও এক কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, ক্রিকেটার রকিবুল ইসলাম, মুশফিকুর রহিম, সোহান, মিরাজ, নাসিরসহ সবাই তাদের চোখে দৃশ্যমান কষ্ট নিয়ে দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল এবং পরশু সিলেটের মাঠে বিপিএল আয়োজন স্থগিত রাখা হয়।
সাননিউজ/আরপি