ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভেন্যুতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে ভারতেই খেলতে হবে।
আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হলেও বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, “ভারতে বিশ্বকাপ খেলব না—এটি সরকারের সিদ্ধান্ত। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যা তাদের অজানা নয়। বৈঠকে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি কেন আমরা ভারতীয় ভেন্যুতে অংশগ্রহণ করতে পারছি না।”