নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার (০৩ ডিসেম্বর) ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।
নিয়োগ বিধি বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব, পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন সিকদার জানান, আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে আমাদের আন্দোলন চলবে।
এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেন। এর কারণে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমান ক্লিনিকের সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে।
সাননিউজ/আরপি