এবার কোনে পাতানো নির্বাচন হবে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত করা হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং প্রত্যেক আবেদনকারীই কমিশনের কাছ থেকে ন্যায্য বিচার পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইনসম্মত সিদ্ধান্ত দেওয়া হবে।
এদিকে, আপিল কার্যক্রমের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি আবেদন গ্রহণ করা হয়।
সাননিউজ/আরআরপি