নরসিংদীর রায়পুরায় পাঁচ যুবকের বিরুদ্ধে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটে গত ১৫ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে। ভুক্তভোগী যুবতী জানান, তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পাঁচ যুবক তার মুখ চেপে ধরে বাড়ির পাশের খড়কুটার দিকে নিয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়, আসামি রাহিম তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। অন্য আসামিরা তার কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে।
এ সময় শাহপরান নামের এক আসামি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।পরে ভুক্তভোগী স্থানীয় একটি ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার দুই দিন পর, অর্থাৎ ১৭ জানুয়ারি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবতী। অভিযোগের ভিত্তিতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান মামলাটি নথিভুক্ত করেন।পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে তিন জন আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।আটককৃতরা হলেন রাহিম, মাহাবুবুর রহমান ও ত্রিদাস।এ ঘটনায় আরও দুই আসামি সাজিদ ও শাহপরান পলাতক রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাননিউজ/আরআরপি