ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
আজ সন্ধ্যা ৬টার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেক্সটাইল মিল এলাকায় বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ইজিবাইকটিকে টেনে-হেঁচড়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করেছি। বাসের নিচে চাপা পড়ে আরও দুইজনের মরদেহ রয়েছে। দ্রুত বাসটি উদ্ধারের চেষ্টা করছি।”
দুর্ঘটনায় নিহতদের মরদেহ ও আহত যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সীমিত আকারে যান চলাচল শুরু করা হয়। যান চলাচল স্বাভাবিক করতে এখনও তারা কাজ করছে। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আনা হয়েছে। উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি এলাকাবাসী যুক্ত হয়েছেন।
সাননিউজ/আরআরপি