লক্ষ্মীপুরে নিখোঁজ ইটভাটার শ্রমিক মো. নুরুল আলমের (৩৩) মৃতদেহ চার দিন পর মেঘনা নদীর পার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির ডান পায়ে ও মুখের বাম অংশে ক্ষত চিহ্ন রয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এর আগে, সকালে জেলার কমলনগর উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে মরদেহ উদ্ধার করে কমলনগর থানা পুলিশ।
নিহত শ্রমিক নুরুল আলম উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে এবং তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরিও করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ–প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাননিউজ/আরআরপি