ছবি: সান নিউজ
শিক্ষা
২০ নম্বরের পরীক্ষায় ৩০০ টাকা আদায়

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাস টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২০ নম্বরের ক্লাস টেস্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে ৪৯৩ জন শিক্ষার্থী। সকল শিক্ষার্থী ৩৫ মিনিটের পরীক্ষার জন্য গত বছরের ১৫ অক্টোবর মাসে সমুদয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ও ক্লাস টেস্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মৌসুমী জাহানের স্বাক্ষরিত একটি রুটিন প্রকাশ করা হয়। যা গত বছরের ২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ভর্তির সময়েই তারা অভ্যন্তরীণ পরীক্ষার (অর্ধ-বার্ষিক ও বার্ষিক) ফি ৭০০ টাকা করে দিয়েছেন। নিয়মিত পাঠদানের অংশ হিসেবে ক্লাস টেস্টের জন্য আলাদা করে কোনো ফি আদায়ের নিয়ম না থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক এই অর্থ আদায় করছে। টাকা না দিলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস টেস্ট নামে ২০ নম্বরের জন্য ৩০০ টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। কোনো টাকার রশিদ দেওয়া হয়নি। হাতে একটি পরীক্ষা দেওয়ার জন্য টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন দিয়েই তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

তারা আরও জানান, পড়াশোনার পাশাপাশি এভাবে বাড়তি টাকা দিতে বাধ্য করা আমাদের জন্য চরম অন্যায়। এটি শিক্ষার নামে সরাসরি অর্থ বাণিজ্য। একাধিক শিক্ষার্থীর কল রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ করা রয়েছে।

একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরিচালনা কমিটির সহকারী অধ্যাপক মৌসুমী জাহান বলেন, ১৪টি পরীক্ষার জন্য আমরা শিক্ষকরা একাডেমিক কাউন্সিল করে রেগুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নিয়েছি। তবে সরকারি নির্দেশনা রয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই সরকারি নির্দেশনা।

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ফি নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা সকল শিক্ষকদের নিয়ে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে রেগুলেশন করে নিয়েছি। তবে সরকারি নির্দেশনা রয়েছে কি না, তা তিনি বলেননি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।...

যারা ভোট কেন্দ্রে যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন: জাহাঙ্গীর আলম

যারা ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন, তাদের বাঁচার একটা ব্যবস্থা আমি করব। আর যা...

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থে...

‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগানে ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বুধবার (১৪জানুয়ারি) রাজধান...

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা