আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো সরাসরি প্রার্থী থাকছে না। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করায় এবং এ বিষয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় জোটগত সিদ্ধান্তে বিকল্প প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
এই পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর।
বুধবার নিজের ফেসবুক পোস্টে নুর বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী না থাকায় জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, ওই আসনে মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি ‘শাপলা কলি’ প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান পেয়েছেন ‘দেয়ালঘড়ি’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার পেয়েছেন ‘আপেল’ প্রতীক। আর গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বরাদ্দ দেওয়া হয়েছে ‘ট্রাক’ প্রতীক।