ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে এক বড় পুলিশি অভিযানে অন্তত ১১৯ জন নিহত হয়েছে, যার মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন এবং বাকি মৃতরা সন্দেহভাজন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, রিওর উত্তরাঞ্চলের পেনা ও কমপ্লেক্সো দা আলেমাও এলাকা জুড়ে চালানো সামরিক-শৈলীর এই অভিযানে শতশত কাউন্টার রেইড, হেলিকপ্টার, বর্মিযুক্ত যান ও গ্রাউন্ড টিম মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে অভিযানে বহু অস্ত্র, গুলি ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে।
ঘটনার পরে স্থানীয়রা নিহত স্বজনদের মরদেহ রাস্তার পাশে সারিবদ্ধ অবস্থায় ফেলে রাখার দৃশ্য পর্যবেক্ষকরা দেখতে পান; অনেকেই পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছেন এবং নিহতদের পরিবারের সদস্যরা 'হত্যাকাণ্ড' হওয়ার দাবি করেছেন। একই সঙ্গে রাজ্য সরকার ও নিরাপত্তা কর্তাদের তরফে এ অভিযানকে 'সফল' দাবি করা হয়েছে।
ফেডারেল ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার কর্মীরা দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেছে, এই সংখ্যক মৃত্যুর ঘটনায় প্রচলিত বিষয়ের বাইরে অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচার হত্যার প্রশ্ন উঠেছে এবং স্বচ্ছ, স্বতন্ত্র তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। জাতিসংঘ ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগও দায়ের করা হয়েছে।
রাষ্ট্রীয় কনটেক্সটে, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই ঘটনায় হতবাক ও উদ্বিগ্ন থাকার কথা জানান, সে থেকে স্পষ্ট করে দিতে বলেছেন যে অপরাধভিত্তিক শিকড়গুলোতে আঘাত করার প্রয়োজন আছে, তবে নিরীহ জনগণ বা নিরপরাধ পুলিশ সদস্যদের ঝুঁকিতে ফেলা ঠিক হবে না এবং জবাবদিহি থাকতে হবে।
অভিযান এবং নিহতদের সংখ্যা সম্পর্কেই এখন বিভিন্ন সূত্রে ভিন্ন দাবি দেখা যাচ্ছে, কেউ ১১৯ নিয়ে বলছেন, কেউ কিছু সূত্রে নিহত সংখ্যা ১৩০ ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে; ফলে চূড়ান্তভাবে নির্ভরযোগ্য মোট সংখ্যা নিশ্চিত করতে কর্তৃপক্ষের অফিসিয়াল হিসাব ও স্বাধীন তদন্তের রিপোর্টের অপেক্ষা আবশ্যক।
ঘটনার প্রতিক্রিয়ায় রিও ও অন্যান্য শহরে প্রতিবাদ-সমাবেশ ও শোকভ্রম চলেছে; রাজনৈতিক ও সামাজিক নেতারা পুলিশের কড়া নীতির সমালোচনা করে বলছেন, বছর ঘুরে একই কস্টক নীতি পুনরাবৃত্তি করলে স্থায়ীভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণ সম্ভব হবে না, বরং দূরদর্শী পুলিশিং সংস্কার ও বিচারব্যবস্থা জরুরি।
প্রাথমিকভাবে পুলিশ ও রাজ্য কর্তৃপক্ষ জানায় অভিযানের পরিকল্পনা কয়েক সপ্তাহ/মাস ধরে চলে এবং এটি টেকসই নিরাপত্তা পরিস্থিতি ফিরিয়ে আনতে নেওয়া উদ্যোগ, তবে নিহত ও গ্রেপ্তার, জখম ও জব্দকৃত সামগ্রীর পূর্ণ বিবরণ নিশ্চিত করতে সরকারিক সংবাদ বিবরণী ও পরবর্তী তদন্ত রিপোর্ট দেখতে হবে।
সাননিউজ/এও