ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুথিরা ইয়ামেনের রাজধানী সানায় জাতিসংঘের কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
হুথিরা বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেছে।
সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে।
আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তা কতজন সেটা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হুথিদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার। তারা এগুলোকে 'উত্তেজনা বৃদ্ধির একটি রূপ' হিসেবে মন্তব্য করেছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেয় হুথিরা।
সাননিউজ/আরপি