ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৯৮৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রাম বিভাগে ১১১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৭১, ঢাকা উত্তর সিটিতে ২২৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৭৮, রংপুর বিভাগে ১২ এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,৪১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৬,৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, বছরের শুরু থেকে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৯ জন।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বছরের শেষ দিকে আরও বেড়ে যেতে পারে। তাই ব্যক্তি ও সমাজ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমে থাকার জায়গা দূর করা এবং রোগের উপসর্গ দেখা মাত্র চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।
সাননিউজ/এও