ভয়াবহ স্বাস্থ্য সংকট চলছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে, যার প্রভাব পড়তে পারে আগামী কয়েক প্রজন্মের উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই সতর্কবার্তা দিয়েছেন।
বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ১০ অক্টোবরের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েল কিছু সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে। এটি গাজার ভাঙা স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের জন্য যথেষ্ট নয়। গাজার মানুষের জরুরি চাহিদা মেটাতে এখনই ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন। গাজায় প্রতিদিন ৬০০টি সহায়তাবাহী ট্রাক প্রবেশ করা দরকার, কিন্তু বাস্তবে শুধু ২০০–৩০০টি ট্রাকই পৌঁছাচ্ছে। তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানান, মানবিক সহায়তাকে চলমান সংঘাত থেকে আলাদা রাখতে। দূর্যোগ এবং মানসিক স্বাস্থ্য সংকট একসাথে থাকলে, এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত অনুভূত হতে পারে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, সহায়তা সংস্থাগুলো কিছুটা অগ্রগতি করেছে, তবে এ পরিস্থিতি সামলাতে আরও সহায়তার প্রয়োজন।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ১০ অক্টোবরের পর গাজায় ৬,৭০০ টনের বেশি খাদ্য পৌঁছেছে, যা দৈনিক নির্ধারিত ২,০০০ টনের লক্ষ্য থেকে অনেক কম।
সাননিউজ/আরপি