দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি ৭৮২ জন। মৃত ব্যক্তিদের মধ্যে একজন খুলনা বিভাগের বাসিন্দা এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জন, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৬৮৯ জনে। তাদের মধ্যে ৩০ হাজার ৮৬০ জন পুরুষ ও ১৯ হাজার ৮২৯ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৮২ জন। যার মধ্যে —বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন,
ঢাকা বিভাগে ১৪৫ জন (এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ৯০ জন), খুলনা বিভাগে ৫৭ জন,
ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ১১ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।
সাননিউজ/আরআরপি