চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। তবে অবশেষে সেই গুঞ্জনের জবাব দিয়েছেন পূর্ণিমা নিজেই।
শনিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি, যেখানে স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করেন।
পূর্ণিমা জানান, তার আগের পোস্টে কোনো ব্যক্তিগত সংকেত ছিল না; এটি ছিল জীবনের অভিজ্ঞতা থেকে লেখা একটি সাধারণ বার্তা।
তিনি বলেন, “আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই।” লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে। কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশ করেছে। যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।
শেষে পূর্ণিমা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শক ও সংবাদকর্মীদের ভালোবাসা পেয়েছেন এবং ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাননিউজ/আরপি