ছবি: সংগৃহীত
শিক্ষা

ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটিতে সংঘর্ষ: থুতু ফেলা থেকে শুরু, শেষ আগুন ও ধ্বংসে

সান নিউজ অনলাইন 

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা এখন থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি চলছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটির সূত্রপাত রোববার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে এক ‘থুথু ফেলার’ ঘটনাকে কেন্দ্র করে। সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর থুথু অসতর্কতাবশত ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে পড়লে শুরু হয় বাকবিতণ্ডা। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় বিশ্ববিদ্যালয়ে। এরপর দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে অন্তত তিনটি বাস, পাঁচটি মাইক্রোবাস, একাধিক মোটরসাইকেল ও ভবনের বিভিন্ন অংশ পুড়ে যায়। সোমবার দুপুরেও পুড়ে যাওয়া যানবাহন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচ, চেয়ার-টেবিল, নথিপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী। ল্যাবরুম, অফিসকক্ষ ও শ্রেণিকক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহাদাত বলেন, “ঘটনার সূত্রপাত খুব সামান্য একটি বিষয় থেকে হলেও আমাদের ক্যাম্পাসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ল্যাবের যন্ত্রপাতি, গাড়ি, এমনকি টাকা পর্যন্ত লুট করা হয়েছে।”

এক নারী শিক্ষার্থী বলেন, “রাতে মেয়েদের হলে ইটপাটকেল ছোড়া হয়েছে। কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করা হয়েছে। আমরা ভয়ে রুম থেকে বের হতে পারিনি।”

সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুজ্জামান বলেন, “রাত ১২টা থেকে ভোর পর্যন্ত আমরা পুলিশের সহযোগিতা চাইলেও তেমন সাড়া পাইনি। শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। দুইটি ছাত্রী হলসহ পুরো ক্যাম্পাস আতঙ্কে ছিল।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু জায়েদ জানান, “এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়, পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।”

অন্যদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না শিক্ষার্থীরা সংঘাতে জড়াক। উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের সন্তান।”

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আরাফাতুল ইসলাম বলেন, “সংঘর্ষের পর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে পরিবেশ এখনও কিছুটা উত্তেজনাপূর্ণ। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা