বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও চমক দেখিয়েছেন আফগান ক্রিকেট দলের সদস্যরা। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন রশিদ খান।
১১ উইকেট শিকার করে রশিদ খান হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।তিনি এ সিরিজে বোলিং করেছেন ২.৭৩ ইকোনমিতে। এই পারফরম্যান্স দিয়ে তিনি এখন উঠে এসেছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৭১০। রশিদ খানের আগে শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের। তার চেয়ে ৩০ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন রশিদ খান।
এদিকে, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
সাননিউজ/আরপি