মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।
ব্যবস্থাপনা পরিচালক জানান, কম্পিউটার অপারেটর পদে আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। তার অনার্স ডিগ্রি সম্পন্ন হলে অফিসার পদে উন্নীত করা হবে।
এর আগে রোববার (২৬ অক্টোবর) সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪৫) নিহত হয়। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা বলেন , একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। আমরা কৃষিবিদ ইনস্টিটিউশন এর আশেপাশে ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠে। আমরা মনে করেছিলাম কোনো গাড়ির চাকা ফেটেছে । পরে দেখি, একটা লোক রাস্তায় পড়ে আছে। কালো একটা ভারী বস্তু তার মাথায় পড়েছে। মাথার একপাশ থেঁতলে মারা যায়।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি বলেন,ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার উপর বিয়ারিং প্যাড পরে এবং সাথে সাথে স্পট ডেড হয়।
মেট্রোরেলের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয় যার ওজন প্রায় ১৪০–১৫০ কেজি, এ কম্পন শোষণ করে এবং ভারসাম্য বজায় রাখে। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।
গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ফার্মগেট এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠায় ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
সাননিউজ/আরপি