কর ফাঁকি, অপরাধ দমন ও স্থানীয় মোবাইল উৎপাদন শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত অবৈধ ফোনগুলো বন্ধ করা হবে না, ফলে ব্যবহারকারীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার ঢাকায় বিটিআরসি কার্যালয়ে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, এনইআইআর সিস্টেম চালুর পর চুরি যাওয়া বা অবৈধভাবে আমদানি করা ডিভাইস সহজেই শনাক্ত ও ব্লক করা যাবে। এতে এমএফএস জালিয়াতি, সিম-সংক্রান্ত প্রতারণা এবং অন্যান্য ডিজিটাল অপরাধ রোধে কার্যকর অগ্রগতি হবে।
বিটিআরসি জানিয়েছে, সিস্টেমটি মূলত প্রতিটি ফোনের স্বতন্ত্র ১৫-সংখ্যার আইএমইআই নম্বর যাচাই করে কাজ করে। কোনো ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হলে সেটি এনইআইআর ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। বৈধ ফোন স্বাভাবিকভাবে কাজ করলেও নকল বা অনিবন্ধিত আইএমইআই নম্বরযুক্ত ফোন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এই সিস্টেমের অর্থায়ন করেছে দেশীয় ফোন নির্মাতারা। ব্যবহারকারীদের জন্য যথেষ্ট সময় ও নির্দেশনা দেওয়া হবে, যাতে কেউ হঠাৎ করে সমস্যায় না পড়েন।
শিল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশে বিক্রি হওয়া মোট ফোনের প্রায় ৪০ শতাংশই অবৈধভাবে আমদানি করা হয়। এর ফলে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনইআইআরের পূর্ণ বাস্তবায়ন হলে দেশীয় শিল্প স্বস্তি পাবে বলে আশা করছেন তারা।
নতুন ফোন কেনার আগে ব্যবহারকারীরা প্যাকেটে থাকা আইএমইআই নম্বর যাচাই করতে পারবেন KYD <স্পেস> [IMEI নম্বর] ফরম্যাটে এসএমএস পাঠিয়ে। ফিরতি বার্তায় ফোনটির বৈধতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো হবে।
বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহার হিসেবে পাওয়া ফোনের ক্ষেত্রে এনইআইআর পোর্টালে অ্যাকাউন্ট খুলে আইএমইআইসহ প্রমাণপত্র জমা দিতে হবে। যাচাইয়ের পর সেই ফোন নেটওয়ার্কে স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি পাবে।
এ ছাড়া ব্যবহৃত ফোন বিক্রি বা উপহার দেওয়ার সময় পুরোনো মালিককে এনইআইআর পোর্টাল, অ্যাপ বা ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে নিবন্ধন বাতিল করতে হবে। চুরি বা হারানো ফোনও তাৎক্ষণিকভাবে ব্লক করা সম্ভব হবে, ফলে সেটি সব নেটওয়ার্কে অচল হয়ে পড়বে।
সাননিউজ/এও