মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং মরহুম ইয়াকুব খান শিশিরের স্ত্রীসহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে শোকসভা ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদারীপুর পৌরসভা জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন।
শোকসভায় বক্তারা মরহুম ইয়াকুব খান শিশিরের কর্মময় জীবন, সততা, ন্যায়নিষ্ঠা ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সমাজহিতৈষী মানুষ, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য মৃত্যুর আগে মরহুম ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভি, দৈনিক সমকাল, যায়যায়দিন পত্রিকা, সংবাদ সংস্থা বাসস এর সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি, দৈনিক 'মাদারীপুর সংবাদ' পত্রিকার সম্পাদক, কালকিনি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি মাদারীপুর ক্রিকেট ক্লিনিক, উদীচী, টিআইবিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। গত (২১ জানুয়ারী) বুধবার ভোর রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ একইদিন বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার লক্ষিদিয়া গ্রামে নিয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
সান নিউজ/আরএ