আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া–রাঙ্গাবালী–চরমোন্তাজ) এখন রাজনৈতিক উত্তাপে মুখর। বছরের পর বছর অবহেলিত এই জনপদে পরিবর্তনের ডাক নিয়ে মাঠে নেমেছেন ট্রাক মার্কার প্রার্থী মোঃ রবিউল হাসান। ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে তিনি রাঙ্গাবালী ও চরমোন্তাজজুড়ে টানা উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি রাঙ্গাবালীর চরাঞ্চলে আয়োজিত এক উঠান বৈঠকে মানুষের ঢল নামে। নারী, যুবক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বয়স্কদের অংশগ্রহণে সভাটি পরিণত হয় জনতার মঞ্চে। সভায় মোঃ রবিউল হাসান স্পষ্ট ভাষায় বলেন,
“পটুয়াখালী-৪ আসনকে আর অবহেলার জনপদ হিসেবে থাকতে দেওয়া হবে না। নদীভাঙনে ঘরহারা মানুষ, বেহাল রাস্তাঘাট, স্বাস্থ্যসেবার সংকট ও বেকারত্ব—এই বাস্তবতা বদলাতে হলে সাহসী নেতৃত্ব দরকার। আমি কথা নয়, কাজ দিয়ে পরিবর্তন আনতে চাই।”
তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ বছরের পর বছর শুধু আশ্বাস শুনেছে। এবার সময় এসেছে হিসাব নেওয়ার। যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই হবে তার প্রধান অঙ্গীকার।
বৈঠকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় নেতারা আসে, ভোট নিয়ে চলে যায়, পরে আর খোঁজ থাকে না। জবাবে রবিউল হাসান বলেন,
“আমি ভোটের সময়ের নেতা নই, আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই।”
সভায় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন,
চাকরির জন্য শহরমুখী না হয়ে নিজ এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। মৎস্য, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানো হবে।”
গণসংযোগে মানুষের সাড়া দেখে আয়োজকরা জানান, ট্রাক মার্কার পক্ষে এলাকায় ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে।
পটুয়াখালী-৪ আসনে ত্রয়োদশ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মোঃ রবিউল হাসানের মাঠের রাজনীতি আরও বেগবান হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।
সান নিউজ/এসএবি