ছবি: সংগৃহীত
জাতীয়

আহত নন তবু ‘জুলাই যোদ্ধা’: বাতিল ১২৮ জনের গেজেট 

সান নিউজ অনলাইন 

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম ছিল দ্বৈত গেজেটে, আর বাকি ১০৫ জন আহত নন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না বলে গেজেট বাতিল করা হয়েছে।

২৯ অক্টোবর(বুধবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেট তালিকা পর্যালোচনায় দেখা গেছে, অনেকের নাম আহত বা সম্পৃক্ত না হয়েও যুক্ত করা হয়েছিল। আবার কিছু নাম একাধিক গেজেটে প্রকাশিত হয়। জেলা কমিটির যাচাই-বাছাইয়ের পর এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে যারা জুলাই যোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা সেই কাজে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বেআইনিভাবে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই শেষে নতুন করে যাচাইকৃত তালিকা অধ্যাদেশ ও আদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করে পাঠানো হয়েছে। এতে নিশ্চিত করা হবে, প্রকৃত আহত ও অংশগ্রহণকারীরাই কেবল জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় যুদ্ধ শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধানের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া&rsqu...

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

জিকির করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করে আমার ছেলে

তিন বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে...

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

বাংলাদেশের বাস্তবতায় জুলাই সনদের হিসাব–নিকাশ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই স...

আহত নন তবু ‘জুলাই যোদ্ধা’: বাতিল ১২৮ জনের গেজেট 

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত...

টেকনাফে মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কক্সবাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা