মানুষের জীবন রক্ষার জন্য ঢাকার মেট্রোরেল ও সব ফ্লাইওভারের নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজ সোমবার (২৭ অক্টোবর) জনস্বার্থে এ আবেদন করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার মেট্রোরেলের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই ঘটনায় মেট্রোরেল রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে কমিটিকে বিষয়টি হাইকোর্টে প্রতিবেদন হিসেবে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের জন্য একটি রক্ষণাবেক্ষণ কমিটি গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারির আবেদন করা হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে।
আবদুল্লাহ আল মামুন বলেন, “আবুল কালামের মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে বিবাদীরা সাংবিধানিকভাবে স্বীকৃত জীবনের অধিকার ও আইনের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।” তিনি জানান, এ রিটের ওপর শুনানি আজই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হতে পারে।
সাননিউজ/এও