ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণকারীদের তার অতীত কর্মকাণ্ড মনে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যেসব আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে, তাদের উচিত মানবাধিকার লঙ্ঘন ও হত্যার অভিযোগের প্রেক্ষাপট না ভোলা।
বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শফিকুল আলম।
তিনি বলেন, “আমি এখনো তার সাক্ষাৎকারগুলো পড়িনি। আগে পড়ব, তারপর মন্তব্য করব। তবে একটা বিষয় আমরা বারবার বলছি এবং জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত—এই শতাব্দীতে শেখ হাসিনার মতো বড় মানবাধিকার লঙ্ঘনকারী বা খুনি আর কেউ নেই।”
প্রেস সচিব আরও বলেন, “ইউএনের রিপোর্টে বিষয়টি স্পষ্টভাবে এসেছে, পরে আল–জাজিরা ও বিবিসির প্রতিবেদনেও দেখা গেছে—সেখানে শেখ হাসিনাকে খুনের নির্দেশ দিতে শোনা যায়।”
তিনি বলেন, “যারা তার ইন্টারভিউ করছেন, আমরা মনে করি তারা যেন এই প্রেক্ষাপট ভুলে না যান। শেখ হাসিনা যে দাবি বা ব্যাখ্যা দিচ্ছেন, সেগুলো যেন যাচাই–বাছাই ছাড়া প্রচার না করা হয়।”
শেখ হাসিনার সাক্ষাৎকার বুধবার প্রকাশ করেছে রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। এগুলোতে শেখ হাসিনা তার বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।
সাননিউজ/এও