মঙ্গলবার বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে হঠাৎ বুদবুদ উঠতে দেখা যায়। প্রথমে স্থানীয়দের নজরে এলে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রাতভর উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে, কেউ ভিডিও করেন, কেউবা দিয়াশলাই জ্বালিয়ে নিজের চোখে দেখেন সেই আগুনের শিখা। বুধবার সকালেও আশপাশের গ্রাম থেকে নারী–পুরুষ ও শিশুরা ভিড় জমাতে থাকেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। পরে দুপুরে নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তাঁরা নমুনা পরীক্ষা করে কারণ নির্ণয় করবেন।’
স্থানীয় বাসিন্দা মো. শিহাব বলেন, ‘কিছুদিন আগে এখানে একটি নৌকা ডুবে তিনজন মারা গিয়েছিলেন। তখন ডুবুরি দল জানিয়েছিল পানির নিচে অদ্ভুত এক ধরনের চাপ টের পেয়েছেন তাঁরা। এখন মনে হচ্ছে, সেটি হয়তো গ্যাসের চাপই ছিল।’
ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদীপাড়ে বিভিন্ন জায়গা থেকে বুদবুদ উঠছে। এটি কোনো দাহ্য গ্যাস কিনা, আমরা নিশ্চিত নই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাঁরা এসে পরীক্ষা করবেন।’
দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালুর নিচ থেকে অবিরত বুদবুদ উঠছে এবং ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে। স্থানীয়রা দিয়াশলাই ধরালে মুহূর্তেই জ্বলে উঠছে ছোট ছোট আগুনের শিখা। এ দৃশ্য দেখতে কৌতূহলী মানুষের ভিড় ঘণ্টার পর ঘণ্টা বেড়েই চলেছে।
সাননিউজ/আরপি