ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে ছাত্রজনতা।
শনিবার বিকেল ৩টায় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদীর হত্যার প্রধানসহ মূল হোতাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।
বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন।
তাদের কথা শুনে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেয়। সড়ক বন্ধ থাকায় ঢাকা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে কয়েক শতাধিক গাড়ি আটকে পড়ে।
সাননিউজ/আরপি