কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শফিউদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম।
শনিবার (২০ ডিসেম্বর) কেশবপুর দলিল লেখক সমিতির চত্বরে উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
এবার ৬১ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শফিউদ্দীন এবং ৭২ ভোট পেয়ে চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম। সহ-সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান-১, সাংগঠনিক সম্পাদক পদে সাহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক পদে মো. তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন— আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, শাহিদুজ্জামান, সাধন কুমার চক্রবর্তী, রুহুল আমিন এবং লুৎফর রহমান-১।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৯০টি এবং বাতিল ভোটের সংখ্যা ১টি।
দলিল লেখক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেশবপুর দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা মো. আব্দুল মমিন। প্রিজাইডিং অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন কেশবপুর সাব-রেজিস্ট্রার অফিসের মো. ইকবাল হোসেন।
সাননিউজ/আরপি