ছবি: সান নিউজ
সারাদেশ

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি। হাদিশূন্য তার বসতভিটায় ভিড় করছেন চেনা-অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এন এস কামিল মাদরাসায়। শেষবার দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ বিচার দাবি করেছে জেলাবাসী।

হাদি স্মরণে অর্ধবেলা সকল দোকানপাট বন্ধ:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করায় তাঁর নিজ জন্মভূমি গ্রামের বাড়িসহ উপজেলা জুড়ে এখনো চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসীর কান্না ও হাহাকার যেন থামছেই না। তাঁরা এত কম বয়সে ওসমান হাদির চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না।

শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা ব্যবসায়ীর উদ্যোগে সকল দোকানপাট বন্ধ রাখা হয় এবং সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ বিষয়ে নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকালে শহরে মাইকিং করা হয়।

নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন জানান, নলছিটি উপজেলাবাসীর পক্ষে সকল ব্যবসায়ীরা শরিফ ওসমান হাদির সম্মানে এ উদ্যোগ গ্রহণ করেন।

গায়েবানা জানাজা:

হাদির মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গায়েবানা জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মতে, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

জানাজায় অংশ নেওয়া অনেকেই বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য শরিফ ওসমান হাদি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিভিন্ন মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির টিনসেড এই ঘরেই ১৯৯৩ সালের জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হাদীর বেড়ে ওঠা এখানেই। বাবা মাওলানা আবদুল হাদী ও মা তাসলিমা হাদীর ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। ছিলেন অনেক আদরের।

তার শিক্ষক, সহপাঠি ও এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। ২০০০ সালে ঝালকাঠির নেছারাবাদ এন এস কামিল মাদরাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি হন তিনি। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। তখন জেলা পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পাঠ চুকান।

স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠিদের কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়েছেন। তাইতো তার নিহতের ঘটনা মানতে পারছেনা কেউই।

হাদির মৃত্যুর খবর শুনে চেনা, অচেনা বহু মানুষ ভিড় করেন তার ঘরের সামনে। নলছিটিতে থাকা হাদির বোন ও ভগ্নপতি ঢাকা চলে যাওয়া বাড়িটি এখন শূন্য পড়ে আছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওসমান হাদির শেষ ইচ্ছে ছিলো তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তবে সে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হয়নি। শেষবারের মতো ওসমান হাদিকে দেখতে পারছেন না ঝালকাঠিবাসী।

বিপ্লবী ওসমান হাদির হত্যায় সারা দেশের মতো উত্তাল হয়ে ওঠে তার নিজ জেলা ঝালকাঠি। ঘাতকের বুলেটে হারান এই বিপ্লবী নেতা। তবে তিনি হাজার বছর বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাদি ইন্তেকাল করেন।

এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটের দিকে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার মরদেহের ময়নাতদন্ত ২০ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহ নেওয়া হয়। সেখানে গোসলের আনুষ্ঠানিকতা শেষ করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটার দিকে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়।

তার এমন মৃত্যুতে সরকারসহ শোকে কাতর দেশের সকল শ্রেণি-পেশার মানুষ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও...

কুষ্টিয়ায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

হাদির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা