বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মেসার্স মালিথা ট্রেডার্সের স্বত্বাধিকারী বশির আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে মেসার্স মালিথা ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আকতার কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১) ধারায় মেসার্স মালিথা ট্রেডার্সের মালিক বশির আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাননিউজ/আরপি