বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।
প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে।” এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান এবং জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মো. শহীদুল ইসলাম শহীদ কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মো. শাহীন মিয়া, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সাননিউজ/আরআরপি