ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ওসমান হাদি ইতিহাস সচেতন ও স্পষ্টবাদী একজন মানুষ। তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী তরুণদের অন্যতম এবং অতীতের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেন, গণআন্দোলনের সময় রাজপথে অনেকেই ছিলেন এবং যেকোনো সময় হামলার ঝুঁকি থেকে কেউই মুক্ত নয়। তাই জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা রাখা তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, ওসমান হাদি ন্যায় ও সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠ। তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়াই দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে জুলাই বিপ্লবের চেতনা প্রতিফলিত হবে।
তিনি বলেন, হাদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন; তিনি সবার। তার ওপর সংঘটিত হামলা আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
সাননিউজ/আরপি