লক্ষ্মীপুরের ১০০ শয্যা সদর হাসপাতালে শূন্যপদে চিকিৎসক, জনবল নিয়োগসহ ৫ দাবি পূরণের দাবিতে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ করা হয়েছে। এ সময় হাসপাতাল থেকে দালালমুক্ত করার জোরালো দাবি জানান বক্তারা।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবীদের ব্যানারে এ আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবীরা বলেন, হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্কিন বিভাগসহ ৫টি বিভাগে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক ও অন্যান্য পদসহ ৫৯টি পদ শূন্য রয়েছে। পরীক্ষা–নিরীক্ষার যন্ত্রপাতির বেশির ভাগই নষ্ট। এগুলো মেরামত কিংবা ক্রয়ের উদ্যোগ নেই। হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয় এটা একটা গরু রাখার ঘর। হাসপাতাল পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই। দালাল অপসারণের যথাযথ ব্যবস্থা নেই। নির্মাণাধীন হাসপাতাল ভবন রাতের বেলা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন লব্ধ’ র প্রতিষ্ঠাতা মো. ফারাজ রানা, সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক একেএম তুষার আহমেদ, ব্লাড ফর বাংলাদেশের সভাপতি ফিরোজ মাহমুদ, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ইসমাইল হোসেন রাসেল, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন বলেন, “মাহফিল বা জিলাপি বিতরণের বিষয়ে আমার জানা নেই। তাদের দাবিগুলো কী সেটাও জানি না। বিষয়টি পরে দেখবো।”
সাননিউজ/আরপি