শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করে শাকিব খান ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন। কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং তার গোঁফে যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে শাকিবভক্তদের।

এর আগে, রাজধানীর বনানীতে নতুন এক আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভক্তদের অভূতপূর্ব ভালোবাসার মুখোমুখি হয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় ভিড় জমে হাজারো দর্শকের।
প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন, ফলে নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয় ভিড় সামলাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নাড়িয়ে তাদের ভালোবাসার জবাব দিচ্ছেন।
এ সময় শাকিবের উপস্থিতি ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স–এর নতুন একটি সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দেশপ্রেমিক চরিত্রে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। অ্যাকশন–ড্রামা ঘরানার এই ছবিটি চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।