ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়।
এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।”
রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও জানান, হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাননিউজ/আরপি