ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার রবিবার (৯ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট শাখার গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও চাহিদার কথা আন্তরিকতার সঙ্গে শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে, এই ব্যাংকে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক ও সরকারের সরাসরি হস্তক্ষেপের ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে লেনদেন ও অন্যান্য কার্যক্রম খুব শীঘ্রই স্বাভাবিক হবে।” এ সময় তিনি গ্রাহকদের আস্থার সঙ্গে এই ব্যাংকে সকল ধরণের লেনদেন অব্যাহত রাখার আহ্বান জানান।
সাননিউজ/আরপি