গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ কারনে নেপালের ফুটবলাররা বিক্ষোভে নেমেছে।
বৃহস্পতিবার সাতদোবাটোতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের বাইরে তারা এই বিক্ষোভ করেন।
নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ বন্ধ থাকায় দেশটির অনেক ফুটবলার পড়েছেন আর্থিক সংকটে। ফলে বন্ধ থাকা লিগ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভে করেছেন ফুটবলাররা।
ক্ষুব্ধ ফুটবলাররা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে খেলোয়াড়রা যখন কমপ্লেক্সের মূল ফটকে জড়ো হন, তখন কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এএনএফএর পক্ষে সুরেশ শাহ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও, সংগঠনের সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাং ও সাধারণ সম্পাদক কিরণ রাই তখন কাঠমান্ডুর বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর খেলোয়াড়রা গেটের বাইরে স্লোগান দিতে শুরু করেন।
ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি বিক্রম লামা বলেন, “আমরা চাই নেপালি ফুটবলে চলমান বিশৃঙ্খলার অবসান হোক। যদি এক সপ্তাহের মধ্যে এএনএফএ লিগ আয়োজনের ঘোষণা না দেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।”
বিক্ষোভে জাতীয় দলের তারকা রোহিত চাঁদ, অঞ্জন বিস্ত এবং সাবেক অধিনায়ক বিরাজ মহারজনও উপস্থিত ছিলেন। তারা লিগ স্থগিতের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেন।
এএনএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ আয়োজনের পরিকল্পনা নেই। তার পরিবর্তে একটি জাতীয় লিগ আয়োজনের চিন্তা করছে তারা।
ফলে আড়াই বছরেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ের কোনো প্রতিযোগিতা না থাকায় বহু ফুটবলার বেকার হয়ে পড়েছেন। এ সপ্তাহের শুরুতে ফেডারেশন কর্মকর্তারা ও ১৪টি ক্লাব প্রতিনিধি বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ হবে না; সেটি স্থগিত করা হয়েছে আগামী বছর পর্যন্ত।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ১৩ নভেম্বর ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে নেপাল।
সাননিউজ/আরপি