ছবি: সংগৃহীত
খেলা

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

সান নিউজ অনলাইন

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ কারনে নেপালের ফুটবলাররা বিক্ষোভে নেমেছে।

বৃহস্পতিবার সাতদোবাটোতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের বাইরে তারা এই বিক্ষোভ করেন।

নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ বন্ধ থাকায় দেশটির অনেক ফুটবলার পড়েছেন আর্থিক সংকটে। ফলে বন্ধ থাকা লিগ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভে করেছেন ফুটবলাররা।

ক্ষুব্ধ ফুটবলাররা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে খেলোয়াড়রা যখন কমপ্লেক্সের মূল ফটকে জড়ো হন, তখন কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। এএনএফএর পক্ষে সুরেশ শাহ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও, সংগঠনের সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাং ও সাধারণ সম্পাদক কিরণ রাই তখন কাঠমান্ডুর বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর খেলোয়াড়রা গেটের বাইরে স্লোগান দিতে শুরু করেন।

ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি বিক্রম লামা বলেন, “আমরা চাই নেপালি ফুটবলে চলমান বিশৃঙ্খলার অবসান হোক। যদি এক সপ্তাহের মধ্যে এএনএফএ লিগ আয়োজনের ঘোষণা না দেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।”

বিক্ষোভে জাতীয় দলের তারকা রোহিত চাঁদ, অঞ্জন বিস্ত এবং সাবেক অধিনায়ক বিরাজ মহারজনও উপস্থিত ছিলেন। তারা লিগ স্থগিতের সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেন।

এএনএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ আয়োজনের পরিকল্পনা নেই। তার পরিবর্তে একটি জাতীয় লিগ আয়োজনের চিন্তা করছে তারা।

ফলে আড়াই বছরেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ের কোনো প্রতিযোগিতা না থাকায় বহু ফুটবলার বেকার হয়ে পড়েছেন। এ সপ্তাহের শুরুতে ফেডারেশন কর্মকর্তারা ও ১৪টি ক্লাব প্রতিনিধি বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, চলতি বছর ‘এ’ ডিভিশন লিগ হবে না; সেটি স্থগিত করা হয়েছে আগামী বছর পর্যন্ত।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১৩ নভেম্বর ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে নেপাল।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

দেশের সব উপজেলায় সাপের কামড়ের ওষুধ পাঠানোর নির্দেশ

দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ওষুধ প্রশাসন অধিদপ্তর সাপের কামড়ের...

যারা গণভোট চাপিয়ে দিতে চাইছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফখরুল

গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, আলাদাভাবে...

সরকারি জমি বিক্রি করে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ...

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা