কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্মকাণ্ডে হতাশ’ হয়ে ইসলামী আন্দোলনে বাংলাদেশে যোগ দিয়েছেন। সম্প্রতি সময়ে তার যোগদানের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়। তিনি জামালপুর-৩ আসনে নির্বাচন করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনার পর দাবি করা হচ্ছে, ওই আসনে বিএনপি থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন দৌলতুজ্জামান। মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন সে।
বিএনপি থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া দৌলতুজ্জামান আনছারী বলেছেন, তিনি বিএনপি থেকে কোনো মনোনয়ন চাননি। বরং দলের নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে হতাশ হয়ে তিনি নিজ থেকেই ইসলামী আন্দোলনের দর্শনে মুগ্ধ হয়ে যোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে দৌলতুজ্জামান আনছারী বলেন, “আমি বিএনপি থেকে মনোনয়ন চাইনি। আমার কর্মী-সমর্থক বা সুধী মহলের মধ্যে আলোচনার বিষয়টি অন্য রকম। বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডে আমি হতাশ; কিংকর্তব্যবিমূঢ়। তাই আমি নিজেই ইসলামী আন্দোলনের আদর্শে আকৃষ্ট হয়ে দলে যোগ দিয়েছি। দল যদি চায়, আমি নির্বাচনে অংশ নেব এবং এটি হবে আমার জীবনে শেষবারের মতো প্রার্থী হওয়া।”
এদিকে জামালপুর-৩ আসনে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মুফতি জাহেদুল ইসলামের নাম ঘোষণা করেছে। ফলে দৌলতুজ্জামান আনছারীর দলে যোগদান নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে ধোঁয়াশা।
তবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ পরিস্থিতি সমাধানে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, খুব শিগগিরই বিষয়টি যৌক্তিক সমাধানের মাধ্যমে নিষ্পত্তি হবে।
সাননিউজ/আরপি