ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালির সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। দেশটির রাজধানী মিলানে সান রাফায়েল হাসপাতালে তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী এ নেতা রক্তের ক্যানসারে ভুগছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে ১৪০ মামলা

সোমবার (১২ জুন) ইতালির সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিলভিও বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৯৪ সাল থেকে ১৯৯৫, ২০০১ সাল থেকে ২০০৬ সাল এবং ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি বেরলুসকোনি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া ইতালির একজন মিডিয়া টাইকুনও ছিলেন তিনি।

তবে যৌন কেলেঙ্কারি, অগণিত দুর্নীতি এবং কর ফাঁকির মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এত অভিযোগ থাকা সত্ত্বেও ২০১৭ সালে আবার রাজনৈতিক অঙ্গনে ফিরেছিলেন বেরলুসকোনি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, বেরলুসকোনির মৃত্যুতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘একটি যুগের অবসান ঘটেছে। বিদায় সিলভিও।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

১৯৩৬ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিতর্কিত এ রাজনীতিবিদ। তিনি তার ব্যবসা জীবন শুরু করেন আবাসান খাতের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠা করেন ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক ব্রডকাস্টার মিডিয়াসেট। এছাড়া ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিকও ছিলেন তিনি।

১৯৯৩ সালে তার রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার যাত্রা শুরু হয়। এর এক বছর পরই প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বেরলুসকোনি ইতালির ইতিহাসে প্রথম রাজনীতিবিদ যিনি আগে কখনো সরকারের কোনো দায়িত্ব পালন না করেও প্রধানমন্ত্রী হন। এরপর দ্বিতীয় মেয়াদে আবার ২০০১ সালে ক্ষমতায় আসেন তিনি।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

তার এ ক্ষমতার স্থায়ীত্ব ছিল ২০০৬ সাল পর্যন্ত। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড গড়েন। এরপর ২০০৮ সালে আবারও ক্ষমতায় আসলেও দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হলে ২০১১ সালে সরে যেতে বাধ্য হন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেব...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধ...

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। শনিব...

এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এসএসসি পরীক্ষার ফল আগামীকাল রোবব...

বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমি...

রাজনীতিতে পরিত্যক্তদের আওয়াজই বড়

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা...

সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা