ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের পারমাণবিক অস্ত্রাগার বেড়েছে 

আন্তর্জাতিক ডেস্ক : ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে চীনসহ বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোও তাদের অস্ত্র আধুনিকীকরণ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : রুশ হামলায় ধরাশায়ী জার্মানির ট্যাংক

সোমবার (১২ জুন) বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, গত বছর বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চীন। ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে পারমাণবিক শক্তিধর অন্য দেশগুলোও তাদের অস্ত্র আধুনিকীকরণ অব্যাহত রেখেছে বলে জানান গবেষকরা।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) পরিচালক ড্যান স্মিথ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সংখ্যা হ্রাসের দীর্ঘ সময়ের শেষের দিকে আমরা এগিয়ে চলেছি বা হয়তো ইতোমধ্যেই পৌঁছে গেছি।

২০২৩ সালের শুরুতে ব্রিটেন, চীন, ফ্রান্স, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র - এই ৯ টি পারমাণবিক শক্তিধর দেশের মোট পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ ১২ হাজার ৫১২ টিতে নেমে এসেছিল, যা ২০২২ সালের শুরুতে ছিল ১২ হাজার ৭১০টি। এর মধ্যে ৯৫৭৬ টি পারমাণবিক ওয়ারহেডের সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক মজুদে ছিল, যা আগের বছরের তুলনায় ৮৬ টি বেশি।

আরও পড়ুন : রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ড্যান স্মিথ বলেন, মজুদ হলো- ব্যবহারযোগ্য পারমাণবিক ওয়ারহেড এবং সেই সংখ্যাগুলো বাড়তে শুরু করেছে।

এছাড়া পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধির সিংহভাগই হয়েছে চীনে। এশিয়ার পরাশক্তি এ দেশটি তার পারমাণবিক ওয়ারহেডের মজুদ ৩৫০-৪১০ টিতে উন্নীত করেছে। সেই সাথে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়াও তাদের ওয়ারহেডের মজুদ বাড়িয়েছে।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

অন্যদিকে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৪৪৭৭ থেকে সামান্য বেড়ে ৪৪৮৯ টি হয়েছে। বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রাগারের আকার আগের সংখ্যায় বজায় রেখেছে। অবশ্য বিশ্বের সমস্ত পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ এখনো রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে।

স্মিথ বলছেন, বড় কথা হলো- আমরা ৩০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা কমিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেই প্রক্রিয়াটি এখন শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলি-ছুরিকাঘাতে আহত ১৩

এসআইপিআরআই-এর গবেষকরা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ- ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক কৌশলগত স্থিতিশীলতা সংলাপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের পরমাণু চুক্তি স্থগিতের সেই ঘোষণাকে বিশাল ভুল বলে আখ্যায়িত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : পেরুতে ৩৪০৬ নারী নিখোঁজ!

মূলত ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ‘দ্য নিউ স্টার্ট’ নামের দ্বিপাক্ষিক কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের ২ শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর গত বছর এ চুক্তির মেয়াদ আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছিল।

এ চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েনের লাগাম টানা হয়। মূলত নিউ স্টার্ট চুক্তির অধীনে এই ২ দেশের কেউই ১৫৫০ টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারতো না।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

এসআইপিআরআই এক বিবৃতিতে বলেছে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক শক্তিকে সীমাবদ্ধ করে রাখতে এটিই ছিল শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।

ড্যান স্মিথ বলছেন, পারমাণবিক ওয়ারহেডের মজুদ বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে সামনে আনা যায় না। কারণ নতুন ওয়ারহেড তৈরি করতে আরও বেশি সময় লাগে এবং এ বৃদ্ধির বেশিরভাগ অংশই এমন দেশগুলোতে হয়েছে, যেগুলো এই যুদ্ধের কারণে সরাসরি প্রভাবিত হয়নি।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে উচ্চ সতর্কতা পাকিস্তানে

মূলত চীন তার অর্থনীতি এবং প্রভাব বৃদ্ধির পাশাপাশি সামরিক বাহিনীর সকল ক্ষেত্রেই প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। আমরা যা দেখছি তা হলো- চীন বিশ্ব শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের সময়ের বাস্তবতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্র...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিন রিমান্ডে

দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর...

ডাকসু নির্বাচনে যে পরিকল্পনাতে এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো

গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র স...

একাত্তরের অপরাধে দেওয়া রায় বাতিল, মুক্তি মোবারকের

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণ...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, প্রয়োজনে আবারও আলোচনায় বসবে কমিশন: আলী রীয়াজ 

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে জা‌নি‌য়েছেন জাতী...

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় ৭০ জনের বেশি নিহত

গাজায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিল...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরও একটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা