ছবি: সংগৃহীত
বিনোদন

ভারতের ২৯ টি হলে ‘সুড়ঙ্গ’

বিনোদন ডেস্ক: আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকমহলে বেশ আগ্রহ বিরাজ করছে।

আরও পড়ুন: অভিনেতাদের ধর্মঘটে হলিউড অচল!

মঙ্গলবার (১৮ জুলাই) নির্মাতা রায়হান রাফী জানান কলকাতাসহ পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে। তিনি নিজের ফেসবুক পেজে হল তালিকাও প্রকাশ করেন।

এবারের ঈদে বাংলাদেশের মোট ২৭ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। দর্শকদের আগ্রহ থাকলেও হল সংখ্যা বাড়েনি। কিন্তু দেশের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি হল নিয়ে যাত্রা করছে ছবিটি।

আরও পড়ুন: নিশো এবার আইনজীবী!

গত ১৬ জুলাই পশ্চিমবঙ্গের পরিবেশক সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) মুক্তির উদ্দেশ্য ছবিটির ট্রেলার প্রকাশ করেন। সেখানে ছবির সংলাপসহ বেশ কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়। ট্রেলারটি দেখার পর সেখানকার লোকজন ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটিতে আফরান নিশো ও তমা মির্জা জুটি বেঁধে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি উপলক্ষ্যে কলকাতায় যাবেন তারা। এরই মধ্যে ভিসা আবেদন প্রক্রিয়াও সমাপ্ত করেছেন এই জুটি। সবকিছু ঠিক থাকলে নির্মাতা রায়হান রাফীসহ তারা দ্রুতোই কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন: সুপারমডেল জিজি হাদিদ গ্রেফতার!

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমাটিতে নিশো ও তমা মির্জা ছাড়াও আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিলসহ বেশ কিছু মুখ। ছবিটির আইটেম গানে নেচেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় রায়হান রাফী ছবিটি পরিচালনা করেছেন। এছাড়া যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা