বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের ওপরে ঢাকাই সিনেমার আলোচিত প্রভাবশালী জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবার ক্ষেপেছেন। মূলত ‘অন্তর্জাল’ নির্মাতার এক ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরেই তাকে নিয়ে মুখ খুললেন এই নায়িকা।
আরও পড়ুন : বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে
সোমবার (৫ জুন) এই নির্মাতার স্ট্যাটাস শেয়ার করে পরী দীপনকে উদ্দেশ্য করে লিখেছেন, ১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হইলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারোর ঘারে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার এই মেয়েটা করলো। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এতো ডাক তো তার কোনো কালে আর আসে নাই। এখন বইলেন খালি আমার থু থু না চাইটা যেন সিনেমার কথাটাও ঠিকমতো বলে। আপনার কিন্তু আরো বড় শিল্পীরা আছেন এই সিনেমায় তাদের এখনো ওনার মতো প্রমোশনে যেতে দেখেনি। নাকি সব দ্বায়িত্ব এবার এই একজনেরই?
পরীমনি আরও লিখেছেন, আপনার সাথে তো আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক! এতো বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে কিছু বলতে পারলেন না!
আফসোস! আর এমন তুচ্ছ করে তুচ্ছ লিখবেন না আর প্লিজ ভাইয়া। জীবন সিনেমার কাছে তুচ্ছ করে দেয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি- সবথেকে দামি।
আরও পড়ুন : কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ
এর আগে দীপঙ্কর আজ দুপুরে লেখেন, ভাই ও বোন প্লিজ থামেন। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। একবার না, বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিন-রাত অপরিসীম কষ্ট করে একটা একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকের সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে।
সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব দিকে, যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব-- সত্যি আমি টায়ার্ড, আপসেট। প্রত্যেকের জীবনেই এসব আছে-- কিন্তু এসব আমরা সামনে নিয়ে আসি না।
এসব নিয়ে কথা বলি না পাবলিকলি। আপনারা তো পাশের মানুষটাকেও কিছু বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। নিজেদের পাবলিক করলে পাবলিক তো মজা নেবেই। আপনারা শুরুটা করেন, বাকিরা আপনাদের খোঁচাতে থাকে।
আরও পড়ুন : ভাবতে চাই না রাজ আমার জামাই
সাংবাদিক ভাই-বোন, পত্রিকার মালিকপক্ষ, আপনাদের অনুরোধ করি, প্লিজ ইগনোর করেন এসব। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না , আমি বিশ্বাস করি না। অনেক শক্ত আপনাদের ভিত্তি। সস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেসড অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা স্টাবলিশ স্বনামধন্য সাংবাদিকরা একবার ইগনোর করে দেখুন, সব থেমে যাবে।
‘অন্তর্জাল’ নির্মাতা লিখেছেন, দর্শকদের অনুরোধ করি, যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন সামনে আসবে কিন্তু তারকাদের বিয়ে, প্রেম , বিচ্ছেদের গল্প দিয়ে নিজের দেশের ব্র্যান্ডিং হবে না, ওসব কেউ মাথায়ই আনবে না-- আসবে কনটেন্ট, নিজের দেশের সিনেমার পর্দায় কি চলছে সেটা-- তারকাদের ঘরে কি চলছে সেটা নয়।
ওটা তারা আলোচনা করুক, যারা চায় এই দেশে সিনেমা বন্ধ হয়ে যাক- তারা তিলকে তাল করবে। আপনারা জাস্ট ইগনোর করুন। কথা বলা, শেয়ার করা বন্ধ করে দিন-- আপনাদের আগ্রহ কমলে সব বন্ধ হয়ে যাবে। সবার ঘরেই নানা প্রবলেম থাকে, ওগুলো নিয়ে কথা বলার কী আছে? কনটেন্ট নিয়ে কথা বলুন-- আলোচনা করুন, সমালোচনা করুন, ভালো কাজকে অনুপ্রেরণা দিন।
আরও পড়ুন : ঢাকায় গান গাইতে আসছেন অনুপম
সত্যি বলছি-- ভালো কাজ আপনারা যা দেখেন এই দেশে তা খুব কষ্ট করে হয়-- চোখে পানি চলে আসার মতো কষ্ট করে। আমার একার না, সবার। সবাই কষ্ট করে। এই কষ্টকে মূল্যায়ন করুন-- ব্যক্তিগত জীবনে কারও ভুল বা খামখেয়ালিকে নয়। আপনারা এসব নিয়ে আগ্রহ কমালে সব কমে আসবে ক্রমান্বয়ে।
নির্মাতা দীপন বলেন, আজীবনই পৃথিবীতে কেচ্ছা-কাহিনির জনপ্রিয়তা বেশি। কিন্তু এটা বাংলাদেশের সিনেমা মূলত মেইনসি্ট্রম সিনেমা-- বিনির্মাণের সময় আমরা অনেক পরিচালক, রাইটার, শিল্পী- কলাকুশলীরা প্রাণপণে চেষ্টা করছি।
এ বিনির্মাণে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। কষ্ট করতে আমরা রাজি আছি, আরও করব, নিজেদের উন্নত করব-- আমাদের মোটিভেশন দরকার। অল্প অল্প করে জমা হতাশা একসাথে হয়ে আমাকে/আমাদের মেরে ফেলতে পারে। বাংলাদেশের সিনেমার ভীষণ সম্ভাবনা-- তুচ্ছ কারণে সেটা নষ্ট না করি।
প্রসঙ্গত, এই ঈদে মুক্তি পাবে দীপঙ্কর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’। যেখানে নায়িকা হিসেবে অভিনয় করছেন সুনেরাহ বিনতে কামাল।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            