সারাদেশ

জাতীয় পতাকা উত্তোলন করা হয়না ইউপি কার্যালয়ে

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জাপানকে হারিয়ে স্পেনের শিরোপা জয়

জানা যায়, দেশে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্য সদস্যদের অবহেলায় ঘড়ির কাটায় দুপুর একটা বাজলেও জাতীয় পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখেননি এবং প্রায়শই এমন করে থাকে।

আরও পড়ুন: মন মতো হলে সিনেমা করব

বীরমুক্তিযোদ্ধা আবুল কালামসহ স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধারা জানান, বিষয়টি দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা। বেলা একটার সময়েও জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও এই বিষয়ে চেয়ারম্যানসহ সবার সতর্ক থাকার প্রয়োজন বলে মনে করেন তারা।এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে ত্রিশাল ইউপি সচিব রফিকুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে বক্তব্য প্রদান করতে পারব না। চেয়ারম্যানের সাথে কথা বলুন।

আরও পড়ুন: তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

মুঠোফোনে সদর ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, নিয়মিতই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ চৌকিদার অসুস্থ থাকায় যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। পতাকা উত্তোলনের দায়িত্ব ইউপি সচিবের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আখতারুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ত্রিশাল ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা