নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় স্থানীয় সরকার দিবস। দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। এ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনপ্রতিনিধিরা গণভবনের সামনে আসতে শুরু করেন। সকাল ৯ টা থেকেতাদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গণভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
প্রায় ৮০০০ জনপ্রতিনিধি অংশ নেবেন এ অনুষ্ঠানে। তবে এতে সাময়িক বরখাস্ত এবং মামলার আসামিদের ডাকা হয়নি।
সান নিউজ/এনজে