সারাদেশ

উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সস্পন্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সস্পন্ন হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন: গর্ভের সন্তানসহ বিপদমুক্ত পরীমনি

জানা গেছে, নির্বাচনে ২৮৭টি ভোটের মধ্যে ১৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

এতে সাধারণ সদস্য পদে প্রাপ্ত ভোট ১১১ পেয়ে আফজাল হোসেন (ক্রমিক নং-০২) প্রথম, ১০৯ ভোট পেয়ে ফারুক হোসেন (ক্রমিক নং-০৬) দ্বিতীয়, ১০৫ ভোট পেয়ে বাদশা আলমগীর (ক্রমিক নং-০৭) তৃতীয় ও ১০২ ভোট পেয়ে আমিনুল ইসলাম (ক্রমিক নং-০৩) চতুর্থ নির্বাচিত হয়েছেন। এছাড়া (সংরক্ষিত মহিলা) অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিমা বেগম নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি কৃষ্ণ গোপাল সরকার, শাহজাদা হক সরকার ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) রত্না রাণী বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উলিপুর থানার এসআই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক সরকার বলেন, যেহেতু ব্যলট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা