সারাদেশ

নলছিটি পৌরসভায় ৪ কোটি টাকা লুটপাটের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত সরকারি টাকা খরচে ব্যাপক লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পৌর মেয়র মোঃ ওয়াহেদ কবির খান, সাবেক পৌর সচিব রাশেদ ইকবাল, প্রকৌশলী আবু সায়েম এবং পৌর কর্মচারী গোলাম মোস্তফা ও মিরাজুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

পৌরসভার ৬ জন কাউন্সিলর ও স্থানীয়রা এ অভিযোগ করেছেন। এছাড়া পৌরসভার নাগরিকদের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ১২টি দপ্তরে পৌর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগে নলছিটি পৌরসভার নাগরিক সাইদুর রহমান উল্লেখ করেন, নলছিটি পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু নিধনে বরাদ্দ ২ লাখ ৮৮ হাজার টাকা, আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ৮ লাখ ৭৫ হাজার টাকা, করোনার স্বাস্থ্য সামগ্রী বিতরণের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা, ৯টি প্রকল্পে বিশেষ বরাদ্দের ২৫ লাখ টাকা, উন্নয়ন বাজেটের ২৭ লাখ ৩০ হাজার টাকা। পৌরসভার বিশেষ বরাদ্দ ২০ লাখ টাকা, নগর উন্নয়ন প্রকল্প থেকে ২ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন, জলবায়ু প্রকল্পে ৫০ লাখ টাকা এবং করোনার দ্বিতীয় বরাদ্দের ১ লাখ ৭৫ হাজার টাকার নামমাত্র কাজ করে অর্থ আত্মসাত করা হয়েছে।

এছাড়া কাউন্সিলরা জানান, সাবেক মেয়রের রেখে যাওয়া ৪৩ লাখ টাকা ব্যাংক তহবিল থেকে উত্তোলন করা হলেও, তা কোন খাতে খরচ করা হয়েছে কার কোন হিসেব দেখাতে পারেনি পৌর মেয়র।

আরও পড়ুন: বিএনপি ইতিহাস বিকৃতির জনক

পৌরসভার কাউন্সিলর ও স্থানীয়রা জানান, যেসব প্রকল্পে টাকা দেয়া হয়েছে, তার কোন বাস্তব প্রতিফলন তারা দেখতে পাননি। করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ডেঙ্গু নিধনে ওষুধ বিতরণ করা হয়েছে নামমাত্র। এখানে বরাদ্দের অধিকাংশ টাকা আত্বসাত করা হয়েছে। নগর উন্নয়ন প্রকল্পে ৭টি রাস্তা নির্মাণের জন্য ২ কোটি ৭৫ লাখ উত্তোলন করা হলেও ৩টি রাস্তার মাত্র ২০ পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৪টি রাস্তার আদৌ কোন কাজ না করে বিল উত্তোলন করে আত্মসাত করা হয়েছে। জলবায়ু প্রকল্পে বরাদ্দ ২ কোটি টাকার অনকুলে ১৫০টি ষ্ট্রিট লাইট ও ৫০টি গভীর নলকুপ বরাদ্দ ছিলো। এখানে ৮ টি গভীর নলকুপ ও ১৫টি স্ট্রিট লাইট স্থাপন করে বরাদ্দকৃত বাকি অর্থ আত্মসাত করা হয়েছে। সব মিলিয়ে ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ৪ কোটি টাকার কোন কাজ না করেই অর্থ আত্মসাত করা হয়েছে।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

অভিযোগের বিষয় জানতে চাইলে নলছিটি পৌরসভার কাউন্সলর পলাশ তালুকদার, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ফিরোজ আলম খান, রেজাউল চৌধুরী, দিলরুবা বেগম ও শহিদুল ইসলাম টিটু বলেন, সাইদুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ সঠিক। ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের অনুকুলে আসা ৪ কোটি ৮ লাখ ৩৭ হাজার টাকার অধিকাংশ কাজই না করে অর্থ আত্মসাত করা হয়েছে। শুধু তাই নয় সাবেক মেয়রের রেখে যাওয়া ৪৩ লাখ টাকা উত্তোলন করেে আত্মসাত করা হয়েছে। এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার কোন হিসেব দিতে পারেনি মেয়র।

৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু বলেন, আমার ওয়ার্ডে রাস্তার কাজ না করায় আমি মেয়রকে উকিল নোটিশও করেছি।

আরও পড়ুন: র‍্যাব গণমানুষের আস্থার বাহিনী

পৌরসভার টেন্ডার কমিটির আহবায়ক ও ১নং প্যানেল মেয়র পলাশ তালুকদার বলেন, আমি টেন্ডার কমিটির আহবায়ক হওয়া সত্ত্বেও মেয়রের মেয়র টেন্ডার কমিটির সাথে কোন ধরণের আলোচনা না করেই সবগুলো টেন্ডার সম্পন্ন করেছে। আমি ব্যাংক ষ্টেটমেন্ট উত্তোলন করে দেখতে পাই, তারা কাজ না করেই বরাদ্দকৃত সকল টাকা উত্তোলন করে নিয়েছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে নলছিটি পৌরসভার মেয়র মোঃ ওয়াহেদ কবির খানের বক্তব্য নিতে দুই দিন ধরে পৌরসভা ও তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, কিছু কাউন্সিলর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তাদের স্বার্থের জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তারা ভুয়া কাগজে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা