ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন লাগিয়ে নাশকতা ঘটানো হলে নির্দেশনায় “গুলির ব্যবহারের” যে বিধান আছে, তা তার ব্যক্তিগত ভাবনা নয় বরং আইনগতভাবে স্বীকৃত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় নাশকতা করতে গেলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এ নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, গুলি করার সিদ্ধান্ত আমার ব্যক্তিগতভাবে নয়; নাশকতা ঘটলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল নিক্ষেপ বা অগ্নিসংযোগ করে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনাই তিনি তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজধানীতে মিরপুরের পল্লবী থানার সামনে এক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণ হয় এতে আহত হন পুলিশ সদস্য এসআই নুর ইসলামসহ তিনজন। এমন ঘটনা বাড়ায় পুলিশের মনোবল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
নাশকতাবাদ রোধ করতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষকে নিজের ঘরবাড়ি নিজে পাহারা দিতে হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেন কমিশনার।
সাননিউজ/আরপি