আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। বল হাতে আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তুলে নিয়েছেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট।
মুশফিকের শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৬ রানে পৌঁছে হাম্প্রেসের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন দাসের সঙ্গে গড়েন ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিক আউট হলে বাংলাদেশের ৩১০ রানে পড়ে পঞ্চম উইকেট। এরপর ইনিংসের হাল ধরেন লিটন দাস।
আত্মবিশ্বাসী শুরুকে পুরোপুরি কাজে লাগিয়ে ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিলেন লিটন দাস। ৮ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর দুর্দান্ত ১২৮ রানের ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।
লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দু’জন মিলে গড়ে তোলেন ১৩৩ রানের জুটি। মিরাজের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে গ্যাভিন হোয়ের বলে অযথা শট খেলতে গিয়ে আউট হন তিনি। তার ঠিক পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র চার বলের ব্যবধানে মিরাজ ও লিটন দুজনই প্যাভিলিয়নে ফিরলে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। হোয়েকে সুইপ করতে গিয়ে লিটন টপ-এজে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ দেন।
এই দুই ধাক্কায় ৪৩৩ রানে পড়ে যায় বাংলাদেশের সপ্তম উইকেট। এরপর ইনিংস দীর্ঘায়িত করার চেষ্টা করেও সফল হতে পারেননি নতুন দুই ব্যাটার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। হোয়ের বলে মাত্র ৪ রান করে বোল্ড হন তাইজুল। ফলে বড় সংগ্রহ গড়লেও টেলএন্ড ব্যাটারদের ব্যর্থতায় আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের।
সাননিউজ/আরপি