কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কারও ব্যক্তিগত বা দলীয় স্বার্থ রক্ষা করা এই সরকারের কাজ নয়।”
তিনি আরও বলেন, “বিএনপি কখনো সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজের মত চাপিয়ে দিতে চায় না। বরং যেখানে মতের অমিল আছে, সেখানে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি। এটাকেই বিএনপি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ বলে মনে করে।”
এ সময় ফ্যাসিবাদী শক্তির ‘গুপ্ত বাহিনী’কে প্রতিহত করতে বিএনপি রাজপথে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
সাননিউজ/আরপি